আসিম মালিক ও অজিত দোভাল
অবশেষে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কথা বলেছেন। ভারতের আর উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই বলে পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুদেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এই আলোচনা হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দি এক্সপ্রেস ট্রিবিউন-কে বলেন, 'হ্যাঁ, পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যোগাযোগ রাখছেন।'
টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারেও ইসহাক জানান, পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে।
রাতের হামলার বিষয়ে দুই এনএসএর কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দার বলেন, 'হ্যাঁ, দুপক্ষের মধ্যে যোগাযোগ হয়েছে।'
পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, এমন সংকটময় সময়ে এই ধরনের যোগাযোগের চ্যানেল খোলা রাখা অত্যন্ত জরুরি।
ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর কৌশলী এবং ব্যাকডোর কূটনৈতিক প্রচেষ্টার ফলেই দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এই যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে।