Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের পক্ষে দাঁড়িয়ে যা বলল ইসরায়েল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৪:০৩

ভারতের পক্ষে দাঁড়িয়ে যা বলল ইসরায়েল

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ওপর 'অপারেশন সিন্দুর' নামে সামরিক অভিযান চালিয়েছে ভারত। এর প্রতিক্রিয়ায় ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

আজার বলেন, "ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।"

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, "সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনও আশ্রয়স্থল নেই।”

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "পাকিস্তান ও পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।"

Logo

অনুসরণ করুন