Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:৫৩

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদ

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা যে মাত্রায় গেল, তাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা ঠিক ওভাল অফিসে ঢোকার সময়ই খবরটা পেলাম।”

ট্রাম্প বলেন, “আমি মনে করছি অতীতের কিছু ঘটনার ওপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।”

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি এখন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

Logo

অনুসরণ করুন