Logo
Logo
×

আন্তর্জাতিক

আরএসএফের প্রতিবেদন

সাংবাদিকদের জন্য বাংলাদেশসহ ৪ দেশ বিপজ্জনক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭

সাংবাদিকদের জন্য বাংলাদেশসহ ৪ দেশ বিপজ্জনক

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের জন্য বিপজ্জনক চার দেশের নাম জানিয়েছে এ পেশাজীবীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ ছাড়া গত এক বছরে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত সাংবাদিকদের তথ্যও প্রকাশ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় সারা বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এরমধ্যে বাংলাদেশে নিহত হয়েছেন অন্তত পাঁচজন। এই নিয়ে নিহতদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আরএসএফ জানিয়েছে, তালিকায় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থানের তালিকায় সবার শীর্ষে রয়েছে গাজা। এরপর রয়েছে পাকিস্তান। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইসরায়েলের হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় ১৬ জন এবং লেবাননে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া পাকিস্তানে সাতজন এবং বাংলাদেশ ও মেক্সিকোতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪৫ সাংবাদিক নিহত হয়েছিলেন। বর্তমানে বিশ্বে ৫৫ সাংবাদিক জিম্মি রয়েছেন। এদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের হাতে ২৫ জন রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালে ৯৫ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে ৪টি অভিযোগ দায়ের করে করেছে। সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে সংবাদ সংগ্রহের সময় ৩৫ জন নিহত হয়েছেন।

তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে, সামরিক লক্ষ্যবস্তুকে নিশানাকালে কয়েকজন সাংবাদিক নিহত হয়ে থাকতে পারেন।

Logo

অনুসরণ করুন