Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০

বাংলাদেশ নিয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান

সীমান্ত সংঘাত, কথিত সন্ত্রাসবাদ নিয়ে কথা বললেন ভারতের সেনপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বাংলাদেশ নিয়েও।

তাকে ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি দলের কথিত বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘বাংলাদেশকেই নিশ্চিত করতে হবে যাতে তাদের মাটি সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করা না হয়।’ 

গত মাসে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ঢাকা সফর করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তারা। তারা বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করেছেন বলেও সেখানে দাবি করা হয়। তবে এসব দাবি মিথ্যা বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

কথিত এই বিষয়টি উল্লেখ করে ভারতের সেনাপ্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘আমি একটি নির্দিষ্ট দেশের (পাকিস্তান) জন্য সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল শব্দটি ব্যবহার করছি। সেখানকার নাগরিকরা যদি অন্য দেশে যায় এবং সেই দেশ যদি আমাদের প্রতিবেশী হয় (বাংলাদেশ) তাহলে তা উদ্বেগের বিষয় তো বটেই। তারা যেন সেখানকার মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী পাঠাতে না পারে।’

জেনারেল দ্বিবেদীর ভাষায়, প্রশাসনের সঙ্গে তখনি আলাপ আলোচনা চলতে পারে যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সম্পর্কে বলতে গিয়ে দ্বিবেদী এএনআইকে বলেন, ‘সরকার নির্বাচিত হলে তখন আমরা বলতে পারি আমাদের সম্পর্ক তাদের সঙ্গে কেমন হওয়া উচিত।

যদিও ভারতীয় সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক খুবই দৃঢ়। তিনি বলেছেন, ‘চাইলেই আমরা বার্তা বিনিময় করতে পারি। আমরা শুরু থেকে এটাই করে আসছি।’ সূত্র : এনডিটিভি।

Logo

অনুসরণ করুন