বাশার আল-আসাদ
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কো পৌঁছেছেন। ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ খবর দিযে রাশিয়fর রাষ্ট্রায়ত্ব সাংবাদমাধ্যম তাস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও একই খবর দিয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, আসাদ ও তার পরিবারের সদস্যরা রাজনৈতিক আশ্রয় প্রাশয় করেছেন এবঙ এরই মধ্যে রাশিয়া সেই আবেদন গ্রহন করেছে। মানবিক কারণে আশ্রয় দেওয়া হযেছে বলে রাশিয়া উল্লেখ করেছে।
এর আগে রোববার সকালে একটি উড়োজাহাজে সিরিয়া ছাড়েন বাশার-আল আসাদ। পরে বিমান বিধ্বস্ত হয়ে তার নিহত হওয়ার গুঞ্জনও ছড়ায়।
তার আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা বিনা বাধায় রাজধানী দামেস্কে প্রবেশ করে। বিদ্রোহীরা জানান, তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছেন। তাদের সরকারের সেনাবাহিনীর কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি।
বিদ্রোহীরা বলেন, আমরা সিরিয়ার মানুষদের একটি সুসংবাদ জানিয়ে উদযাপনে মেতে হঠতে চাই। বন্দিদের শৃঙ্খল খুলে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা সেদনায়া কারাগারে অন্যায়ভাবে মানুষকে বন্দি রাখার কালো যুগের অবসান ঘোষণা করছি।
এর কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিলেন, তারা গুরুত্বপূর্ণ শহর হোমসের দখল নিয়েছে। মাত্র এক দিনের যুদ্ধেই এই শহর দখল করে নেয় তারা।