অবৈধ বাংলাদেশি ছাত্র চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯
ভারতের দিল্লির সব স্কুলকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন ভর্তির সময় সব স্কুলকে যথাযথভাবে শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত ও যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। খবর পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ডের।
দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) এ নির্দেশনা জারি করেছে।দিল্লি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূখ্য সচিবের সভাপতিত্বে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন 'প্রতিরোধমূলক ব্যবস্থা' বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে স্কুলে স্কুলে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করাসহ তাদের জন্ম সনদ প্রদান না করার কথা বলা হয়।
MCD issues order to verify and identify illegal Bangladeshi migrants' children in schools and to ensure that no illegal Bangladeshi migrants are issued birth certificates. pic.twitter.com/lzf5UBgLib
— ANI (@ANI) December 20, 2024