Logo
Logo
×

আন্তর্জাতিক

গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের হাসপাতালে ভেন্টিলেশনে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৬

গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের হাসপাতালে ভেন্টিলেশনে

ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি এখন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পালিয়ে যান। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার পাশাপাশি আরও কিছু অসুস্থতা ছিল। 

ওবায়দুল কাদের সংশ্লিষ্ট কয়েকজন জানান, কলকাতার নিউ টাউনের বাড়িতে অক্সিজেন দেওয়া হচ্ছিল ওবায়দুল কাদেরকে। গত শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে তাঁর অবস্থা খুবই সংকটজনক।

Logo

অনুসরণ করুন