Logo
Logo
×

প্রযুক্তি

অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকার দাবি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:৩৪

অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকার দাবি

করিম, একজন পরিশ্রমী ও উদ্যমী পিতা, অপ্রত্যাশিতভাবে এক রাতে হত্যাকান্ডের শিকার হন। মামলা চলমান। এ পরিস্থিতিতেই করিমের সন্তানদের আর্থিক ভবিষ্যৎ ও তার জমা সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করার জন্য ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। তাঁদের লক্ষ্য হচ্ছে আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ গ্রহণ করা, যাতে তাঁদের বাবার জমা করা টাকা, বীমা ও অন্যান্য সম্পত্তির অধিকার তারা পান। আইনজীবীর পরামর্শ অনুযায়ী, তারা নিম্নলিখিত কাগজপত্র সংগ্রহ করলেন:

  • পুলিশ রিপোর্ট

  • অটোপসি রিপোর্ট

  • ফরেনসিক তদন্তের রিপোর্ট

  • সাক্ষ্য বিবৃতি ও আবেদনের ফরম

  • পরিবারের জাতীয় পরিচয়পত্র 

  • হলফনামা

এসব কাগজপত্রসমূহ সংগ্রহ করে ফারজানা ও মাহিদ তাদের আইনজীবীর সহায়তায় জেলা আদালতে একটি আবেদন দাখিল করেন। আদালতের বিজ্ঞপ্তির আদেশে সংশ্লিষ্ট সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যাতে কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সামনে আসতে পারে।

বিজ্ঞপ্তি শেষে, আদালতে উপস্থিত সকল প্রমাণাদি ও সাক্ষ্য যাচাই করা হলো। শুনানির সময়, পরিবারের পক্ষ থেকে করিমের অনুপস্থিতি ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি সুস্পষ্টভাবে তুলে ধরা হলো। বিচারপতি সব নথির ভিত্তিতে নিশ্চিত হলেন যে, করিম প্রকৃতপক্ষে নিহত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আদালত ওয়ারিশ সনদ জারি করার আদেশ দিলেন, যা করিমের জমা সম্পত্তির উত্তরাধিকারের নথিপত্র হিসেবে ব্যবহৃত হবে।



Logo

অনুসরণ করুন