রাশিয়া দাবি করেছে, তাদের বিজ্ঞানীরা শতাব্দীর সেরা আবিষ্কার করে ফেলেছেন। তারা ক্যানসারের টিকা আবিস্কার করেছেন। পুতিন সরকার ঘোষণা দিয়েছে, আগামী বছরের শুরুতেই তারা বিনামূল্যে ক্যানসারের টিকা দেওয়া শুরু করবে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ রেডিওলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের এক মহাপরিচালক আন্দ্রে কাপ্রিন এমন দাবি করেছেন।
রেডিও রোসিয়ার কাছে সংস্থার কাপ্রিন বলেন, ক্যানসারের প্রতিষেধক টিকা তৈরি হয়েছে। এটি বিতরণ করা হবে বিমামূল্যে এবং তা ২০২৫ সালের প্রথম দিকেই শুরু হবে।
গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের কর্তা আলেকজান্ডার গিন্সবার্গ বলেন, ক্যানসারের টিকার প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল থেকে দেখা গেছে, টিউমারের বেড়ে ওঠা এবং মেটাস্টেস অর্থাৎ ক্যানসারের ছড়িয়ে পড়া রুখে দিচ্ছে।
সালের গোড়াতেই পুতিন বলেছিলেন, রুশ বিজ্ঞানীরা ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এবার সামনে এল সেই সংক্রান্ত আরও বড় দাবি।
এদিকে গিন্সবার্গ বলছেন, এআই সংক্রান্ত গবেষণা এমন জায়গায় পৌঁছেছে যে এক ঘণ্টায় এই ধরনের টিকা বানিয়ে ফেলতে পারে।