Logo
Logo
×

খেলা

রোনালদোর সাথে বেনজেমার টুপি পরা ইফতারের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:৪৭

রোনালদোর সাথে বেনজেমার টুপি পরা ইফতারের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে করিম বেনজেমার টুপি মাথায় পিছনে ইফতার রেখে একটি ছবি ‘RONALDO baban Messi’ ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘মেসির বাবা রোনালদো’। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইফতারসহ টুপি মাথায় রোনালদো ও বেনজেমার প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ  করে ‘_ul_0’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পোশাক, পেছনের টেবিল, খাবারসহ  সাদৃশ্য পাওয়া যায়।

পোস্টটি পর্যালোচনা করে এতে  AI Info লেবেল পরিলক্ষিত হয়, যেটি সাধারনত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরিকৃত কন্টেন্ট এর ক্ষেত্রে দেওয়া হয়।

পরবর্তীতে উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির ইন্ট্রো দেখে জানা যায়, অ্যাকাউন্টটির মালিক একজন এআই ডিজাইনার।

ছবিটির সত্যতা আরও নিশ্চিত করতে রিউমর স্ক্যানার টিম ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মোডারেশননে ছবিটি বিশ্লেষণ করে। ওয়েবসাইটটির মূল্যায়নে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৪.১%।  

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি রোনালদো ও বেনজেমার টুপি পরা ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Logo

অনুসরণ করুন