Logo
Logo
×

খেলা

মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬

মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এবার মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারায় অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটাররা। আর এর মধ্য দিয়ে এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা।  

আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। এরপর মালয়েশিয়াকে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দেয় টাইগ্রেস বোলাররা। 

বাংলাদেশের মেয়েদের বোলিংয়ের সামনে মালয়েশিয়ার ব্যাটররা দাঁড়াতেই পারেনি। তাদের কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন। এ ছাড়া তিনজন ব্যাটার ৩ রান করে করেছেন। আর  ১ রান করে করেছেন চারজন ব্যাটার। শূন্য রানে ফিরেছেন তিনজন।  

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার নিশিতা আক্তার। তিনি ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে নিয়েছেন ৩ উইকেট ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নিয়েছেন ২ উইকেট।  

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেন চারে নামা ব্যাটার জান্নাতুল মাওয়া। তিনি ৪৫ বলে অপরাজিত ৪৫ রান করেন। সপ্তম ব্যাটার হিসেবে নামা সাদিয়া আক্তার মাত্র ১৯ বলে করেন ৩১ রান করেন। ৮৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন এই দুই ব্যাটার। ষষ্ঠ উইকেটে তারা ৪৪ বলে গড়েন ৬২ রানের জুটি।  

এর আগে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (২১ বলে ২৬) ও মোসাম্মদ ইভা (১৬ বলে ১৯) ভালো শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন তারা।  

এ জয়ের ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও নেপাল। চতুর্থ দল হিসেবে সুপার ফোরে খেলবে শ্রীলঙ্কা।  

সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে, যা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

Logo

অনুসরণ করুন