Logo
Logo
×

রাজনীতি

স্ত্রীর বিদেশযাত্রায় বাধা নিয়ে যা বললেন পার্থ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৪:০৯

স্ত্রীর বিদেশযাত্রায় বাধা নিয়ে যা বললেন পার্থ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে দেয়নি। ঘটনাটিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পার্থন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সুরাহা হয় দু-এক দিনের মধ্যে দেখব।’

আন্দালিব রহমান বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না। তিনি আমার স্ত্রী। আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী আমার সঙ্গে সব সময় ছিলেন। তিনি তো হাউজ ওয়াইফ।’

শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। শেখ পরিবারের সবার বিদেশ ভ্রমণে এসবির ক্লিয়ারেন্স লাগবে বলে জানা গেছে।

শেখ শাইরা শারমিন শেখ পরিবারের সদস্য।তিনি শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে। সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার ছোট ভাই।

Logo

অনুসরণ করুন