Logo
Logo
×

রাজনীতি

হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল সেই নেত্রী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯

হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল সেই নেত্রী আটক

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল হওয়া মিষ্টি সুভাষ এবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক নারীকেও আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের এ নেত্রীকে পুলিশে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে থানামণ্ডি থানায় কর্মরত এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে বলে দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মিষ্টি। এ সময় তিনি হেনস্থারও শিকার হয়েছিলেন।

ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন, আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে। যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি।

Logo

অনুসরণ করুন