Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলের আসনে প্রার্থী নির্ধারণ করল জামায়াত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫

মির্জা ফখরুলের আসনে প্রার্থী নির্ধারণ করল জামায়াত

মো. দেলোয়ার হোসেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে প্রার্থী বাছাই সেরে ফেলল জামায়াতে ইসলামী। দলটি থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।  শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন একটি বেসরকারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ আসনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের আসন হিসেবে পরিচিত। এখান থেকেই তিনি সাধারণত নির্বাচন করেন। ২০১৮ সালেও তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

বেলাল উদ্দিন বলেন, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে দলের কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রার্থীদের নির্ধারণ করা হয়েছে। 

রাজনৈতিক জীবনে দেলোয়ার হোসেন ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি (১৯৯৯-২০০০), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি (২০০৭-২০০৯) এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি (২০১২-২০১৩) ছিলেন। পরবর্তীতে তিনি গেণ্ডারিয়া থানার আমির (২০১৮-২০১৯), ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি (২০২০-অদ্যাবধি) এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Logo

অনুসরণ করুন