Logo
Logo
×

রাজনীতি

বিয়ে করলেন সারজিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬

বিয়ে করলেন সারজিস

ছবি: সংগৃহীত

বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার (৩১ জনুয়ারি) ফেসবুক প্রোফাইলে ক্যাপশনসহ একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ছবিটির ক্যাপশনে তিনি  লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং বর বেশে সারজিসকে দেখা যায়- সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। তবে কনে কে? সে সম্পর্কে জানা যায়নি। এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি, নাকি ঢাকায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও ফেসবুক পোস্টে সারজিস আলমের বিয়ের কথা জানিয়েছেন। পাশাপাশি সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

হাসনাত লিখেছেন, অভিনন্দন বন্ধু সারজিস। তোমাদের জন্য শুভ কামনা জানাচ্ছি, যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে।

Logo

অনুসরণ করুন