Logo
Logo
×

রাজনীতি

৩ জনকে অব্যাহতির পর ৬ নেতাকে বহিষ্কার করল জাবি ছাত্রদল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭

৩ জনকে অব্যাহতির পর ৬ নেতাকে বহিষ্কার করল জাবি ছাত্রদল

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরও তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখার সদস্য নিশাত আবদুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আবদুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের এই তিনজনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান (কৌশিক), সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পরিচিতি অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায়ে তাদের সাংগঠনিক পরিচিতিসহ বহিষ্কার করা হয়েছে। বিশৃঙ্খলাকারীদের বিষয়ে কেন্দ্র থেকে জিরো টলারেন্স গ্রহণ করেছে। এ সিদ্ধান্তে আমাদের কোনো হাত নেই।

Logo

অনুসরণ করুন