
ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মসূচি দিল জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে ছাত্র সংগঠনটি।
শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ‘সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়। ছাত্রদলের সকল নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তারা।