Logo
Logo
×

রাজনীতি

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:১১

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান

জরুরিভিত্তিতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার  রাত সাড়ে ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি  হ বে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিযেছেন। তারেক রহমান ভার্চুয়ালি  এই বৈঠকে যুক্ত থাকবেন।

দলীয় সূত্র থেকে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। 

উল্লেখ্য, খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 


Logo

অনুসরণ করুন