সাত বিয়ে নিয়ে ট্রলের প্রতিক্রিয়ায় কি বলছেন সোহেল তাজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫১

হবু স্ত্রীর সঙ্গে সোহেল তাজ। ছবি: সংগৃহীত
গত রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার বাগদানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে ভাইরাল হাওয়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কনে আয়রন গার্ল খ্যাত শাহনাজ পারভীন শিম সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।
এদিকে, সোহেল তাজের বাগদানের ছবি ও ভিডিও ভাইরাল হওযার পর ফেসবুকের একাধিক আইডি থেকে বিভিন্ন নেতিবাচক পোস্ট হতে দেখা যায়। এর মধ্যে একটি পোস্ট হলো সোহেল তাজের এই বিয়ে সাত নম্বর বিয়ে। কেউ কেউ তাকে ‘বিয়ে পাগল’ আখ্যা দিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন। এবার সোহেল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সেসব পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টের সঙ্গে তিনি ফেসবুকে ছড়ানো দুটি স্ক্রিনশর্টও শেয়ার করেছেন। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো:
‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে- আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়- ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা
দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি
বিঃ দ্রঃ
নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি
বিঃ বিঃদ্রঃ
আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার’