পথসভায় জামায়াত আমির
১৭ বছর বয়সীদের ভোটাধিকার দিয়ে পুরস্কৃত করতে চাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আন্দোলনের শেষ ফলাফল এনে দিয়েছে যুব সমাজ, ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। সরকার ১৭ বছর বয়সীদের ভোটার করতে চায়। ১৭ বছরের বয়সীদের ভোটের অধিকার দিয়ে আমরা তাদের পুরস্কৃত করতে চাই।'
নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রবিবার রাতে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ভোটার হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দাবি করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, একটি অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরা টুকরা করে, সমাজে বিশৃংখলা লাগিয়ে সমাজটাকে শোষণ করেছিল। এই অপশক্তিই সর্বশেষ সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। তারাই সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মারামারি লাগিয়ে রেখেছিল।
শফিকুর রহমান বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দিয়ে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তারা এর দায়ভার বরাবরই এ দেশের ইসলামপন্থী জনগণের ওপর ফেলে দেয়। এটি তাদের অভ্যাস। কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে কথার সঙ্গে বিপরীতমুখী।’
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আবদুল হালিম ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।