গণসমাবেশে চরমনোই পীর
আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০
আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমনোই পীর)। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে। কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে মেনে নিবে না।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণ সমাবেশে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না। আওয়ামী লীগ ছিল ভারতের সরকার। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন। যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
তিনি বলেন, আমরা যখন সংখ্যালঘুরাদের নিরাপত্তায় পাহারাদার ছিলাম তখন একটি দল দখলে ব্যস্ত ছিল। সে কারণে আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশে সকল ইসলামী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। যেন আগামী নির্বাচনে ইসলাম সরকার প্রতিষ্ঠিত হয়।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রশ্ন তোলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কি ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।