Logo
Logo
×

রাজনীতি

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না: আমীর খসরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডক্টরস অ্যাসোসিযেশন ড্যাব আয়োজিত জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘেষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদেরকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন তিনি।

Logo

অনুসরণ করুন