Logo
Logo
×

জাতীয়

নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করছিলেন নোবেল : পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩:৪৪

নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করছিলেন নোবেল : পুলিশ

কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন বলে জানিয়েছে পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানের ভাষ্য, এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কলে পেয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। পরে সাত মাস ডেমরার একটি বাসায় তাঁকে আটকে রাখেন তিনি। এই সময়ে তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ‘ব্ল্যাকমেল’ করছিলেন।

সম্প্রতি নোবেল এক নারীকে সিড়ি দিয়ে টেনে নামাচ্ছেন—এমন একটি ভিডিও ভাইরাল হয় বলে জানান ওসি। তিনি বলেন, ভিডিওতে থাকা নারীই এ ঘটনার ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে ছাত্রীর বাবা-মা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে ঘটনা জানান। সোমবার রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান।

Logo

অনুসরণ করুন