উঠতে দেওয়া হলো না বিমানে
আন্দালিব রহমান পার্থের স্ত্রীর বিদেশযাত্রায় বাধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৪:২০
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনের গতিরোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে উঠতে দেওয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, উপরের ক্লিয়ারেন্স ছাড়া তার যাওয়া সম্ভব হবে না।
শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।
শেখ শাইরা শারমিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। জুলাই অভ্যুত্থানের সময় তার স্বামী আন্দালিব রহমান পার্থ জেলে ছিলেন। জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বিদেশ যাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। বলা হয়েছে, ওই পরিবারের কোনো সদস্য ক্লিয়ারেন্স ছাড়া বিদেশ যেতে পারবেন না।