Logo
Logo
×

জাতীয়

সমালোচনার জবাব, স্ত্রীকে নিয়ে বলতে গিয়ে কাঁদলেন আসিফ নজরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭

সমালোচনার জবাব, স্ত্রীকে নিয়ে বলতে গিয়ে কাঁদলেন আসিফ নজরুল

জাতীয় যাদুঘরে এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলতে গিয়ে তিনি কেদেঁ ফেলেন আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে

নিজেকে নিয়ে হওয়া নানা সমালোচনা নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় যাদুঘরে এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলতে গিয়ে তিনি কেদেঁ ফেলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি গত ১৫ বছর লেখালেখির জন্য তাঁর স্ত্রীকে ধন্যবাদ জানান।

বঙ্গীয় সাহিত্য সভা নামের ওই অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, হাজার হাজার মানুষ আমাকে নিয়ে যা-তা লিখছে। আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কী? আমার যদি মনে হয়, আমি কোনো অন্যায় করি নাই, তাহলে এক কোটি মানুষ কী বললো তাতে কিছু এসে যায় না।

আইন উপদেষ্টা বলেন, একটা সময় লেখা ও বলার স্বাধীনতা ছিল না। টকশোতে কথা বললে ভয়ে থাকতে হতো। শেখ হাসিনা, ভারতসহ কয়েকটি ইস্যুতে কিছুই বলা যেত না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শতশত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ।

স্ত্রীর কথা বলতে গিয়ে আসিফ নজরূল বলেন, আমি কিন্তু মাঝেমাঝে মন খারাপ করে  আমার স্ত্রীকে বলি, আমার কি কোনদিন এই জীবন আসবে কিছু করতে হবে না আমার? আমি শুধু ঘুমাবো আর লিখব আর লিখব।তো আমার স্ত্রী বলছে, অবশ্যই আসবে। 

তিনি বলেন, আমার লেখালেখির মাঝখানে প্রায় ১৫ বছর গ্যাপ ছিল। আমি যে ১৫ বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য।

এ কথা বলার পরই তার কণ্ঠ ভেঙ্গে আসে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম- ধন্যবাদ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেয়া হতো। দেশে ট্যাগের রাজনীতি এখনও বন্ধ হয়নি, যা দুঃখজনক।

Logo

অনুসরণ করুন