Logo
Logo
×

জাতীয়

'হাসিনার আমলে কোনো গ্যাস কূপ খনন হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

'হাসিনার আমলে কোনো গ্যাস কূপ খনন হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল'

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, গত সাড়ে ১৫ বছরে (শেখ হাসিনার আমল) দেশে কোথাও কোনো গ্যাস কূপ খনন করা হয়নি। এই ১৫ বছর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) বসিয়ে রাখা হয়েছিল।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

শিল্প উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।

শিল্প উপদেষ্টা আরও বলেন, ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। এছাড়া গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতি নিরসনের চেষ্টা চলছে।

এ সময় শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

Logo

অনুসরণ করুন