প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বাণী রেকর্ডিংয়ে যমুনায় কোকিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫০

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই শুভেচ্ছা জানাতে যে বাণী দিয়েছেন তা রেকর্ড করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আউট ডোরে। সে সময় একটা দারুণ ঘটনা ঘটে।
রেকর্ডিংয়ের যখন প্রস্তুতি চলছিল, তখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এক গাছে এক কোকিল দেখা যায়। সেই সময় প্রধান উপদেষ্টা নিজেই রসিকতা করে বলেন, ‘তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে।’ পরবর্তীতে প্রধান উপদেষ্টা যখন শুভেচ্ছা বাণী পড়ছিলেন তখন ব্যাকগ্রাউন্ডে কোকিলের ডাকও শোনা যায়।
আজ সোমবার (১৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান।
ফেসবুকে তিনি লিখেন, ‘হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয় মাননীয় প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বানী রেকর্ড করা হবে আউট ডোরে। সব ঠিকঠাক করে যখন রেকর্ডিংয়ের সময় আসে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা যায় এক কোকিলের আশ্চর্যজনক উপস্থিতি। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই রসিকতা করে বলে বসেন, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে।
আজ যারা টিভি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার শুভেচ্ছা বানী দেখছেন, নিশ্চিত ভাবেই এই কোকিলের ডাকও খেয়াল করেছেন। যে-রকম হাসি আনন্দের মাঝে এই শুভেচ্ছা বার্তা ধারণ করা হয়েছে, আশা করছি আপনাদের সবার নতুন বছরও এরকম হাসি আনন্দে ভরে থাকবে। সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা’।