Logo
Logo
×

জাতীয়

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার র‌্যালি অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:১৭

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার র‌্যালি অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র‍্যালি শেষ হয়েছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর শুরু হয়ে সাড়ে ১০টার দিকে চারুকলা অনুষদের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। পুরোনো ঐতিহ্য ও জুলাই অভ্যুত্থানের নানা প্রতীকের পাশাপাশি ভিন্ন অন্তত ২৮ জাতিগোষ্ঠী যোগ হয়েছেন এবারের শোভাযাত্রায়। শোভাযাত্রার শুরুতে ছিল আটটি ঘোড়ার বহর রয়েছে। তবে প্রতিবছরের মতো সামনে ছিল না পুলিশের বহর।

এ বছর প্রধান ৭টি মোটিফ রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে দীর্ঘসময়ের ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরতে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ রাখা হয়েছে। বাঁশের বেত-কাঠ দিয়ে মুখাকৃতিটি তৈরির পর শনিবার ভোরে এক দুর্বৃত্ত এটি জ্বালিয়ে দেন। পরে তাৎক্ষণিক সিদ্ধান্তে ককশিটের দিয়েই পুনরায় এটি তৈরি করা হয়

Logo

অনুসরণ করুন