Logo
Logo
×

জাতীয়

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবেন গ্রেপ্তারের ক্ষমতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৭:২৮

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবেন গ্রেপ্তারের ক্ষমতা

বিভিন্ন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বাসাবাড়ি ও মার্কেটের নিরাপত্তায় পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। তাঁদের পুলিশের মতো গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন অ্যাক্টে কমিশনারের যে কাউকে পুলিশের মতো কাজ করার দায়িত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাবলে বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে। এর জন্য পাঁচ শতাধিক সদস্যকে ডিএমপিতে নিয়োগ দেওয়া হবে।

ডিএমপি কমিশনার ব্যাখ্যা করে বলেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেবে ডিএমপি।

তিনি আরও বলেন, ‘আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীরা অক্সিলারি (সহযোগী) পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন। তাঁদের ক্ষমতা থাকবে গ্রেপ্তারেরও। তাঁদের হাতে ডিএমপির একটি ব্যান্ড বাঁধা থাকবে। সেটাতে তাঁদের পরিচয় থাকবে, এভাবে তাঁদের আলাদা করে শনাক্ত করা যাবে।’

Logo

অনুসরণ করুন