Logo
Logo
×

জাতীয়

ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, দোওয়ার আহ্বান হাসপাতালের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:০২

ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, দোওয়ার আহ্বান হাসপাতালের

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৮ মার্চ) দুপুরে তার দপ্তরে এ কথা বলেন তিনি।

ঢামেক পরিচালক শিশুটির জন্য দেশবাসীর কাছে দোওয়া চান। তিনি বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাকে হত্যা চেষ্টার সময়ে গলায় যে জখম হয়েছে, সেটার জন্য তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে। শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার আশঙ্কাও রয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।আপনারা সবাই তার জন্য দোয়া করুন।’

এর আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশুটি। এরপর অচেতন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন।

মাগুরা হাসপাতালের চিকিৎসকরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটা দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

Logo

অনুসরণ করুন