Logo
Logo
×

জাতীয়

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২১:১৮

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

ছবি: সংগৃহীত

ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন এবং পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে এমবি এইচটি ইউনিট এবং এমবি এসআইবিএল জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমবি এসআইবিএল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

Logo

অনুসরণ করুন