Logo
Logo
×

জাতীয়

নাহিদের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

Icon

ইউএনবি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

নাহিদের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগে মঙ্গলবার নিজের পদ ছাড়েন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের (চলতি) দায়িত্ব পালনের সচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ মাহমুদুল হোসেন খানের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শিগগিরই এই পদত্যাগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার পদত্যাগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির প্রধান সংগঠক সারজিস আলম।

নতুন দলের প্রধান হওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদের।

Logo

অনুসরণ করুন