মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সেই সায়লাকে বাধ্যতামূলক অবসর দিলো সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫

স্বামী মনিরুলের সঙ্গে শিউলি। ছবি: সংগৃহীত
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা শিউলিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সায়লাকে ওএসডি করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সায়লার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
এছাড়া আরও দুই সচিবকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, শিউলি এসএসসি পাস রেজাউল আলম শাহীন ঠিকাদারি করতেন। তবে সবাই জানতো, তার অনেক ক্ষমতা। কারণ তিনি সদ্য
আর বোন-দুলা ভাইয়ের ক্ষমতার প্রভাব খাটিয়েই বিপুল সম্পদ ও সম্পত্তি গড়েছেন। নিজের নামে ঢাকায় অন্তত ৭টি ফ্ল্যাট কিনেছেন। স্ত্রীর নামে কিনেছেন বাড়ি। ১৫ বছর আগেও গ্রামে যে টিনের ঘর ছিল সেটিকে এখন বানিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি।
জানা যায়, জানা যায়, সাদেক মিয়ার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। শিউলি বিসিএস ক্যাডার হওয়ার পর অবস্থা পাল্টাতে শুরু করে। পদোন্নতি পেয়ে পেয়ে শিউলি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত তার চাকরির পরই তার এক ভাই ব্যাংকে চাকরি পেয়েছেন। দুই বোনকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন।