Logo
Logo
×

জাতীয়

‘হজযাত্রীপ্রতি ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯

‘হজযাত্রীপ্রতি ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’

সৈয়দ গোলাম সরোয়ার। ছবি: সংগৃহীত

সিন্ডিকেট করে প্রত্যেক হজযাত্রী থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করে ভাগ বাটোয়ারা করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনে প‍্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আসন্ন হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নিয়ে তা আমরা ভাগ করে নেব।

এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস‍্যদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে হাব সদস‍্যরা বলেন, আল্লাহর মেহমানদের সেবা করার কাজে আমরা নিয়োজিত। এটা শুধুই ব‍্যবসা না, আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগও আমাদের জন‍্য। কিন্তু সৈয়দ গোলাম সরোয়ারের হজযাত্রীদের থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করার মতো ঘৃণিত কাজ হতে দেবে না সাধারণ হজ এজেন্সির মালিকরা।

সংবাদমাধ্যমকে হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হজযাত্রীদের প্রতি এ জাতীয় অনাচারের পরিকল্পনা আল্লাহ সহ‍্য করবে না।

হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোরবিরোধী, আমরা তা হতে দেব না।

সিন্দবাদ ট‍ুরসের মালিক আলহাজ জামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক। তিনি সবসময় ব‍্যবসায় সিন্ডিকেট করেন। ইতোপূর্বে সৌদি ভিজিট ভিসা ও মালয়েশিয়ার সিন্ডিকেট করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ২২ ফেব্রুয়ারি হাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Logo

অনুসরণ করুন