Logo
Logo
×

জাতীয়

আগস্টে যে কারণে দেশ ছাড়তে বাধ্য হন মতিউর রহমান চৌধুরী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮

আগস্টে যে কারণে দেশ ছাড়তে বাধ্য হন মতিউর রহমান চৌধুরী

গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় চাপে ছিলেন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এক পর্যায়ে বাধ্য হন দেশ ছাড়তে। ৩ আগস্ট তিনি দেশের বাইরে যান।

কিভাবে তাকে বাধ্য করা হয়েছিল অবশেষে তার বিস্তারিত জানালেন বিশিষ্ট এ সাংবাদিক। মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি আলোচনা। এতে পত্রিকাটির চিফ নিউজ এডিটর সাজেদুল হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এ সময় তিনি গণ-অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরেন। 

মতিউর রহমান চৌধুরী বলেন, আমাকে দুইটি অপশন দেয়া হয়েছিল, হয় দেশ ছাড়তে হবে না হয় জেলে যেতে হবে । 

তিনি বলেন বলেন, যখন লাইভ করা হতো বিভিন্ন ঘটনার আমার কাছে সরাসরি ফোন আসতো কেন লাইভ বন্ধ করা হচ্ছে না এখনো। তখন আমার নিজের কাছেই অস্থির লাগতো কেন লাইভ বন্ধ করতে হবে। আমি বলতাম অন্যরা তো দেখাচ্ছে, তখন বলতো আপনার আগে করতে হবে, ওইগুলাও আমরা বন্ধ করতেছি।

মতিউর রহমান চৌধুরী বলেন, আগস্টে আমি দেশ ছেড়ে চলে গেলাম বাধ্য হয়ে। তখন আমার কাছে দুইটা অপশন ছিলো। হয় দেশ ছাড়তে হবে না হয় জেলে যেতে হবে। এমনকি এয়ারপোর্টে আমি আমার নিজের গাড়ি ব্যবহার করতে পারিনি। অন্য একটি টেলিভিশনের গাড়িতে গিয়েছিলাম আমি। 

'যেদিন ডিএমপি কমিশনারের রিপোর্ট দিলাম, সেদিন অভাবনীয় প্রেশার গেছে আমার উপর দিয়ে। যার ফলে রিপোর্টটি প্রত্যাহার করতে হয়। ওই প্রেশার পত্রিকা বন্ধ করার মতো ছিলো। কিন্ত আমি কাউকে বুঝতে দেইনি।' 

Logo

অনুসরণ করুন