Logo
Logo
×

জাতীয়

দুই বাংলার জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩

দুই বাংলার জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

দুই বাংলার সংগীত জগতের উজ্জ্বল তারকা প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রতুল মুখোপাধ্যাযয়েল জন্ম বাংলাদেশের বরিশালে। পরে তারা ভারতে চলে যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে অসুস্থ ছিলেন তিনি তিনি।গত কয়েকদিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তর করা হয়। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতুলের গাওয়া 'আমি বাংলায় গান গাই', 'ডিঙা ভাসাও সাগরে'  অত্যন্ত জনপ্রিয়। তিনি গানের সময় সঙ্গে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেন না। এটাই তার রীতি ছিল।

‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮) প্রতুল মুখেঅপাধ্যায়ের জীবনের প্রথম অ্যালবাম। তবে এটি একক অ্যালবাম ছিল না। অন্য শিল্পীদের সঙ্গে মিলে কাজ করেছিলেন এই অ্যালবামে। তার প্রথম একক অ্যালবাম১৯৯৪ সালে বের হয়- ‘যেতে হবে’। আর শেষ অ্যালবাম ‘ভোর’ বের হয় ২০২২ সালে।



Logo

অনুসরণ করুন