ড. ইউনূস-ইলন মাস্ক ভার্চ্যুয়াল বৈঠকে যে আলোচনা হলো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাদের এ বৈঠক হয়। এতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক এবং বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। প্রেসসচিব জানান, বৈঠকে বাংলাদেশের তরুণ, গ্রাম, প্রান্তিক জনগোষ্ঠী ও ঝুকিতে থাকা নারীদের এগিয়ে নিতে স্টারলিংকের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় ইলন মাস্ক গ্রামীণ ব্যাংক এবং দারিদ্র নিরসনের এর ভূমিকার প্রশংসা করেন। স্টারলিংক বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে বলে উল্লেখ করেন।
বৈঠকে ড. ইউনুস বাংলাদেশ সফরের জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান। ইলন মাস্ক বলেন, তিনি এর জন্য অপেক্ষা করছেন।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ দুবাই সফরে অধ্যাপক ইউনূসের সাথে রয়েছেন।