আয়নাঘর
রহস্যময় বন্দিশালায় নির্যাতনের বিশেষ চেয়ার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক ও কয়েকজন উপদেষ্টাকে 'আয়নাঘর' পরিদর্শন করছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) কচুক্ষেতে গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেলের বন্দিশালায় যান, যা আয়নাঘর নামে পরিচিত।
পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।
পুরোটা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি বিশেষ চেয়ারটিতে হাত-পা বাধার ব্যবস্থা দেখা যায়। নিচে ঘুরানোর ব্যবস্থাও রয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে আটক করে অজ্ঞাত স্থানে নির্যাতনের অভিযোগ উঠেছিল। এসব অজ্ঞাত বন্দিশালার প্রতীকী নাম দেওয়া হয় ‘আয়নাঘর’। টর্চার চেয়ারের এই উদ্ধার সেই সময়ের নির্যাতনের বিষয়টি নতুন করে সামনে এনেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পরে র্যা ব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলেও পরিদর্শন করেন। পরে রযাটাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ষেখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। এসব ‘গোপন বন্দীশালা’ আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।