Logo
Logo
×

জাতীয়

মোজাম্মেল হকের নারী কেলেঙ্কারি নিয়ে যে তথ্য সামনে এলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

মোজাম্মেল হকের নারী কেলেঙ্কারি নিয়ে যে তথ্য সামনে এলো

আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ‘মূর্তিমান শয়তান প্রকৃতির লোক’ বলে উল্লেখ করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশের একটি দৈনিককে এমন তথ্য দেন তিনি। 

ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশের পতাকা বহন করার যোগ্য নন। তিনি একজন শয়তান প্রকৃতির ব্যক্তি। তার বিরুদ্ধে বহু নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যা সত্য। নাতির বয়সী এক তরুণীকে তিনি নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতেন।

তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদের দেয়াল উপন্যাসে যে মোজাম্মেলের কথা বলা হয়েছে, এটি আসলে এই মোজাম্মেল হককেই ইঙ্গিত করে। তার বিরুদ্ধে এক নববধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ছিল, তবে বঙ্গবন্ধু সেই আইনি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলেন, যা উচিত হয়নি।

ড. চৌধুরী আরও বলেন, তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কলঙ্ক লাগানো হয়েছে। আমি এই দুশ্চরিত্র ও হত্যাকারী ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Logo

অনুসরণ করুন