গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২
-67a75a7b26396.jpg)
গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে গেছে। এতে মোবাশশির হোসাইন নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে ওই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ে মোবাশশির হোসাইন জানান, গাজীপুরে আজ তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে।
মোবাশশির হোসাইন বলেন, আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। গাজীপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশ এলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।
বিস্তারিত আসছে...