Logo
Logo
×

জাতীয়

আয়নাঘর পরিদর্শন ও রমজান সংশ্লিষ্ট ইস্যুতে সরকারের কঠোর সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২

আয়নাঘর পরিদর্শন ও রমজান সংশ্লিষ্ট ইস্যুতে সরকারের কঠোর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

আয়নাঘর পরিদর্শন ও আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা ইস্যুতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। 

প্রেস উইং থেকে আরও জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

এছাড়া সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

Logo

অনুসরণ করুন