ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমণি। সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন আদালত।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানি শেষে বেরিয়ে সাংবাদিকদের পরী বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
টাঙ্গাইলে অনুষ্ঠান বন্ধের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’
পরীমণি বলেন, ‘আমার বিশ্বাস ছিল জামিন পাব। আপনারা সাহস যুগিয়েছেন। আমি জামিন পেয়েছি। আপনাদের এত ভালবাসা নিয়ে বাড়ি ফিরছি।’
আলোচিত এ চিত্রনায়িকা বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি একটা মামলা করেছিলাম। এর আড়াই বছর পরে তিনি (নাসির) একটা মামলা করেন, যে মামলায় গতকাল আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’
‘এটা খুবই পরিষ্কার আমি মামলা করার ঠিক আড়াই বছর পরই একটা মামলা করা হলো আমাকে দমানোর জন্য। এই মামলাটি বিচারাধীন। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। আপনারা সবাই জানেন, আমি চার বছর দ্বারে দ্বারে ঘুরে আদালতে এসেছি। এখান থেকে আশাহত হতে চাই না। আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক,’ বলেন পরীমণি।