Logo
Logo
×

জাতীয়

পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার রাতে  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের বাধার মুখে টাঙ্গাইলের শো-রুম উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, “অনিরাপদ বোধ করছি, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?”

পরীমণি লেখেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? অনিরাপদ বোধ হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?”

তিনি বলেন, “মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে!”

তিনি আরও বলেন, “তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”

Logo

অনুসরণ করুন