Logo
Logo
×

জাতীয়

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের হুঁশিয়ারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০০:১৩

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের ওপর হামলা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে ‘ভারতীয় ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালানোর অভিযোগ করেন। 

একইসঙ্গে বাংলাদেশি কৃষকদের ওপর হামলা, কৃষকের ফসল কেটে নিয়ে যাওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান তারা। 

বাংলাদেশ অংশে কোনো ধরনের উসকানি বা সীমান্তে কোনো হামলা হলে ভারতকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় পার্বত্য চট্রগ্রামে বিচ্ছিন্নতাবাদী নির্মূলে সামরিক কমিশন গঠন ও বিশেষ অভিযান পরিচালনার আহ্বানও জানায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

Logo

অনুসরণ করুন