পিচ্চি হেলাল-ইমনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৩২
গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর নজরদারি নিশ্চিত করছি। পিচ্চি, হেলাল ও ইমনসহ অপরাধীরা আইন ফাঁকি দিতে পারবে না। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, সম্প্রতি শহরের এলিফ্যান্ট রোড এলাকায় দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় সম্প্রতি একটি মামলাসহ হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় উভয় অপরাধীকে আসামি করা হয়েছে। ওই মামলায় ইমনকে প্রধান সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কোনো স্থান নেই।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান রেজাউল করিম বলেন, রাজধানীসহ আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধরনের অপরাধগুলোকে নির্মূল করতে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। গত ২৪ ঘণ্টায় ডিবি ২৭ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনার সময় আমি কোনো হুমকিকে ভয় পাই না। আমি সব সময় নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা করেছি এবং ভবিষ্যতেও করে যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা , ডিবি সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার (দক্ষিণ) সৈয়দ হারুন-অর-রশিদ, ডিবি উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, তেজগাঁও ডিবির উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান ও ডিএমপি মিডিয়ার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।