Logo
Logo
×

জাতীয়

মানবসেবায় রোল মডেল হয়ে উঠুক: প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২৩:২৭

মানবসেবায় রোল মডেল হয়ে উঠুক: প্রধান উপদেষ্টা

আলোকিত ও উদ্যোগী মানুষ মানবসেবার মন-মানসিকতা নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে মিলিত হয়েছেন। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতোমধ্যে এটি সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সম্মিলিত ইচ্ছা-শক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া। 

আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল কিডনি রোগীদের সেবায় নিয়োজিত থাকবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে। সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এটি মাইলফলকের ভূমিকা রাখবে। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ২০১৮ সাল থেকে একটি ভাড়া করা ভবনে কিডনি রোগীদের ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

Logo

অনুসরণ করুন