Logo
Logo
×

জাতীয়

নির্বাচনের রোডম‍্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২২:৪৪

নির্বাচনের রোডম‍্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের রোডম‍্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন। তাই সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন- এমন পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই রোডম্যাপ দেওয়া হবে।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন; কেউ তখন সেখানে সহজে ইনভেস্ট করতে চান না। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে। বিদেশি বিনিয়োগকারী আছেন, ইনক্লুডিং এনআরবিরাও। যারা ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, নিরাপত্তা পেলে তারাও ঝটপট আসবেন। নিশ্চয়তা না মিললে তারা আসবেন না। এটা খুবই স্বাভাবিক। কারণ আপনার অর্থের যে নিরাপত্তা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য।

তৌহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এতো শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে। তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে।

তৌহিদ হোসেন আরও বলেন, বিদেশে এমন শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্রান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে; আমাদের আরও ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে, যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে।

পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করে বলেন, অধিকাংশ মিথ‍্যা তথ‍্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।

Logo

অনুসরণ করুন