
শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকদের কাচে উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলেছিলেন তার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। এ ঘটনায় পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়েছেন তিনি।
এর আগে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র মেইল অন সানডে বারবার টিউলিপকে প্রশ্ন করেছে, তিনি দুই শয়নকক্ষের ফ্ল্যাটটি উপহার পেয়েছেন কি না? এছাড়া ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটির মালিক টিউলিপের স্বৈরশাসক খালার ঘনিষ্ঠ ডেভেলপারের মালিকানাধীন কি না? সে বিষয়েও তার কাছে জানতে পত্রিকাটি। কিন্তু টিউলিপ প্রতিবারই তা অস্বীকার করেন। তিনি দাবি করেন, এটি কোনো উপহার নয়।
টিউলিপের ভাষ্য ছিল, তার বাবা-মা ওই ফ্ল্যাটটি তার জন্য কিনেছিলেন। এছাড়া গণমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিলেন টিউলিপ।
কিন্তু এখন লেবার পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে, কিং ক্রসের ওই ফ্ল্যাটটি আব্দুল মোতালিফ নামের ডেভেলপারের কাছ থেকে উপহার পেয়েছেন টিউলিপ। ওই ডেভেলপার হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ব্যক্তি।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনা মূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। ২০০৪ সালে ফ্ল্যাটটি তাঁকে দেওয়া হয়। এর আগে ২০০১ সালে সেটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বর্তমানে পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা) বিক্রি হয়েছে।