Logo
Logo
×

জাতীয়

শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০২

শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে

নবম-দশম শ্রেণির একটি পাঠ্যবইয়ে ভুল ছাপা হয়েছে জুলাই গণ–অভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ। এই ভুলের কথা স্বীকারও করেছেন এনসিটিবির কর্মকর্তারা। 

এনসিটিবি সূত্রমতে, পঞ্চম শ্রেণি থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মোট আটটি কনটেন্ট বা বিষয় স্থান পেয়েছে। এছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের নানা ছবি ও গ্রাফিতি যুক্ত করা হয়েছে।

‘গ্রাফিতি’ নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে নবম-দশম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা। এর শুরুতে রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা ‘হামাক বেটাক মারলু কেনে?’ শীর্ষক একটি প্রতিবাদী লেখা যুক্ত রয়েছে। এর পরের পৃষ্ঠায় এই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা রয়েছে। বইয়ে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৭ জুলাই। এটি প্রকৃতপক্ষে হবে ১৬ জুলাই।

আজ রবিবার ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখে ভুল থাকার বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, এ বিষয়ে একটি সংশোধনী দেওয়া হবে। এর মধ্যে অনলাইন ভার্সনে এখনোই ঠিক করে দেওয়া হবে।

Logo

অনুসরণ করুন